Skip to content

সোনা-মতিউর রহমান

সোনা
মতিউর রহমান,
সোনা,তোর সঙ্গে গ্রাম্য জীবন কাটাবো ।
সোনা,তোর শহরে বাস করতে দেবোনা ।
সোনা,তোর সঙ্গে ঘুরে বেড়াবো ।
তুমি আমার কবিতায় কেহ বুঝতেও পারবেনা।
সোনা,গ্রীস্মের বৃষ্টিতে দুজন ভিজবো,ঘামাচি মরবে কেউ কিছু বলবে না।
সোনা,বর্ষার বৃষ্টিতে ছাতা নিয়ে বের হবো,
নৌকা করে ভাসিয়ে দেবো, দূর কি দূর যাবে নৌকা, কাউকে নৌকায় উঠতে দেবোনা।
সোনা,তুমি ছিপ নিয়ে মাছ ধরতে যাবে।
আমি আড়াল থেকে ঢিল ছুড়বো, তুমি তা দেখতে পাবে না।
মাছ উঠবে, পালাবে,ঠোকরাবে তুমি অধৈর্য্য হয়ে যাবে।
আমি তা দেখে হাসবো,তবুও কিছু বলব না।
সোনা,তোর সাথে শিশু কালে ফিরে আসবো —
আঠারো আর পার করবো না।
সোনা,তুই খেলা করবি,রোদে রোদে দৌড়াবি,
তোর ঘাম ঝরবে আমি তা দেখে মুছে দেবো।
খেলা করতে গিয়ে পোশাক ছিড়ে যাবে আমি তা সেলাই করে দেবো।
সোনা,তুই যখন আমাদের বাড়িতে ঘুমাবে।
আমি ভোরের বেলা ডাকবো নামাজ পড়তে তুমি উঠতে না।
আমি চোখে পানি দিয়ে ডেকে তুলবো
তুমি রেগে যাবে আমি আরো ডাকবো
হাত ধরে বলবো —
চলো সোনা ভোরের নামাজ পড়তে হয়,
সোনা,তুমি চিৎকার করবে,আমি হালকা করে মারবো।
তুমি কিছু বলবে না.,সোনা, তুমি হাসি খুশিতে জীবন কাটাবি,
কোনদিন কারোর আঘাতে তুমি কাঁদবে আমি চোখ মুছিয়ে দেবো।
জড়িয়ে ধরবো বুকে বলল সোনা কেঁদোনা , কেঁদোনা সোনা।
সোনা,আমি তোর সঙ্গে ঘোড়া দেখবো,খেলবো,পড়বো,সাইকেল চালাবো,
সোনা,তুই মাঝে মাঝে আমার ফাঁকি দিয়ে ঘুরবি,
আমি বলবো পড়তে আসোনি কেন?
তুই মাকে গিয়ে মিথ্যা বলবি,আমি তা বুঝতে পারবো।
সোনা,তুই আমার সাথে বাজারে যাবি,
নতুন নতুন জিনিস দেখবি ,
আমি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেবো,
সোনা,দুজনা পাপ থেকে দূরে থাকবো,
তুই মাদ্রাসায় যাবি,আমি অপেক্ষায় থাকবো,
হঠাৎ তোর ছুটিতে দেখা হবে ,
আবার তুমি চলে যাবে,আমি তোমার নিয়ে কবিতা লিখবো।

ভাঙ্গড়,চন্দনেশ্বর, কচুয়া,কবি মতিউর রহমান

মন্তব্য করুন