সীমাবদ্ধতা নেই
মাহমুদুল মান্নান তারিফ
রচনা; ২৮ জুন ২০২১
সবকিছুর সীমানা আছে, সীমাবদ্ধতা
রেললাইন থামে কোথায় গিয়ে তারও
যেখানেই থেমেছে সেটাই রেলস্টেশন,
বাস-স্টেশন যাকে বলা হয় বাসস্ট্যান্ড।
সীমানা আছে ট্রেনের চলার গতির-
গাড়ি, বিমান ও রকেট যাই বলো না,
বিমানবন্দরে বিমানের অবতরণ ও
মহাকাশ ভেদ করে রকেট যায় চাঁদে।
সীমাবদ্ধতা নেই বিশেষত দুটো পক্ষের-
মুর্খ লোকের কথার ও প্রাণীর মস্তিষ্কের।
আকাশেরও নির্দিষ্ট সীমানা আছে
কিন্তু প্রাণীজগতের কল্পনার বাইরে,
বায়ু ও মহাসাগরে গবেষণা অব্যাহত
তবে, মুর্খও মস্তিষ্কে বিজ্ঞান পরাজিত।