মরে গেছে আবরার, পড়ে আছে লাশটা
এইভাবে একদিন ম্লান হবে দেশটা।
এই আছি, এই নেই, এই গেছি হারিয়ে
তুই আমি কেউ না আছি কেন দাড়িয়ে?
তুই চুপ, আমি চুপ, চারিদিকে অনুরুপ
প্রতিবাদ করলেই হয়ে যাবি নিশ্চুপ।
করিস না প্রতিবাদ: ফেসবুক, সোশ্যালে
মরিস না কেউ তোরা শুধু শুধু অকালে।
আমাদের দেশটা পিশে খেলো জাতাঁকলে
যে যার মাতো করে নিয়ে গেল রসাতলে।
কেউ কারো মতটা মন দিয়ে শোনে না
স্বার্থের বাইরে কেউ কিছু গোনে না।
“এ চোর, ঐ চোর” করে যায় নিন্দা
নিজেরাই নিজেদের করে ফেলে গান্ধা।