Skip to content

সমরখন্দে —- জামাল ভড়

কোনদিন ভাবিনি আমি ইতিহাসের সামনে এসে দাঁড়াবো
আজ যখন অনেক পাহাড়-পর্বত ডিঙিয়ে স্বদেশ ছেড়ে
তোমার সামনে দাঁড়িয়েছি সমরখন্দ
তখন কে বলে আমার কপাল মন্দ
যেখানে শিক্ষার প্রতিটি শাখায় ছিল অবাধ বিচরণ
যেখানে ত্রিকোণমিতির সূতিকাগার , জ্যোতির্বিজ্ঞানের গবেষণাগার
স্বয়ং সম্রাট উলুঘ বেঘ যেখানে সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান করেন প্রতিষ্ঠিত ,
এখনো চন্দ্রের এক গহ্বর
তাঁরই নামে নামাঙ্কিত ; এখানে আকাশছোঁয়া
বিদ্যালয়ের সামনে মাথা নত হয়ে যায়
মে মাসেও এখানে পড়ে না গরম
পার্কে পার্কে রেস্তোরাঁয় যত্রতত্র
প্রেমিক প্রেমিকার অবাধ মেলামেশা
শালীনতার সীমানা না ছাড়িয়ে
যে শহর বেঁচে আছে হরেক রুটি চা হাজার আইসক্রিম
আপেল চেরি আমাণ্ড আঙুরের উপর
যে শহরের লোকজন সম্রাট বাবরের মতো ভারতপ্রেমী।

মন্তব্য করুন