Skip to content

সময়ের মূল্যায়ন – ইলা ইয়াছমিন

আনমনে হেটে যাই
হয়ে দূরন্ত পথিক,
আঁকাবাকা পথ যেন
বেড়ে যায় অধিক।

ভাবনারও কুল নেই
গতি সীমাহীন,
সময়ের কাছে আমি
হয়ে আছি ঋণ।

হেলে খেলে পার হলো
অনেক সময়,
পিছে ফিরে চেয়ে দেখি
বেলা বুফে যায়।

জীবন তো বাঁধা রয়
হিসেবের মাঝে,
হিসাবেতে ভুল করে
ব্যথাবুকে বাজে।

প্রলয়ে প্রলয়ে কাটে
জীবনের ভোর,
জীবন নয় আলোময়
অমানিশার ঘোর।

মানুষ হয়ে জন্মেছি
সুশৃঙ্খল নাই
অনিয়মে বন্দী আমি
কোথায় বল যাই?

সময়ের কাজ এসো
করি সুসময়,
এ জীবন হয়ে যাবে
আনন্দময়।।

মন্তব্য করুন