Skip to content

সব রাত – পূজারী কুণ্ডুয়াশিস

সব রাত
– পূজারী কুণ্ডুয়াশিস
কালো রাত ও মিঠে হয়;
কেউ পাশে থাকলে।
সেই রাত শুভ হয়,
বাহু ডোরে বাঁধলে।

হু হু করে কাটে রাত;
কেউ বুকে জাগলে।
কালো রাত হয় সাদা,
যদি রাখে আগলে।

কেউ যদি রাখে চোখ;
চোখ পরে সারা নিশা।
সেই রাত কত শুভ,
জাগে মনে কত আশা।

টুস টুস রস ভরা;
হয় যদি জ্যোৎস্না!
পাশে কেউ থাকলে+
আনন্দ বন্যা।

কেউ পাশে থাকলে;
ভেসে যায় বিভাবরী।
হৃদয়ে গুন গুন,
আনন্দ লহরী।

টুক টুক ভরা বুক;
ভালো বাসা ভাঙ্গা বাঁধ!
হৃদয়ে হৃদয় ছোঁওয়া,
কত সাধ, কত স্বাদ!

লজ্জায় রাঙা মুখ;
বেঁধে রাখা উচ্ছ্বাস।
পাশে কেউ থাকলে,
ধুকপুক নিঃশ্বাস!

সব রাত মিষ্টি;
খোঁজে সুখ, সৃষ্টি।
মিষ্টি যে দৃষ্টি-
অনন্য কৃষ্টি!

সব রাত শুভ হয়;
পাশে কেউ থাকলে।
কেউ যদি হও ‘তুমি’!
রাখ যদি আগলে।

কারও যদি হও ‘তুমি’;
যদি থাকে ক্রন্দন।
ফিরে এসো এই বুকে,
অটুট সে বন্ধন।

টুক করে বুক পরে;
বুকে নাও নিঃশ্বাস।
মিছে কেঁদে কি বা লাভ
মিছিমিছি আশ্বাস!

ক্ষতি কার লাভ কার;
ভাবনা কি দরকার!
সব রাত হোক শুভ;
দুজনের, দুজনার।

সব রাত শুভ হয়;
পাশে কেউ থাকলে।
কেউ যদি হও ‘তুমি’!
রাখ যদি আগলে।

মন্তব্য করুন