Skip to content

সব চুরি গেছে -(মাহ্ফুজ নবীন)

মন থেকে ছড়ানো হিংসা- বিদ্বেষ
পরিপাটি হয়ে আছে খুব
ভালো মানুষের মুখোশের আড়ালে
কত শয়তান আছে নিশ্চুপ!

দেখতে বেশ লাগে ভেতরে কুৎসিত
বিভীষিকায় তোলপাড়
এমন সহচর প্রতিদিন পাশে থাকে
কত না নিয়ে অধিকার

একটা জীবনে মানুষ চেনা কঠিন
অনন্ত দূরেই থাকে সাধ‍্য
ঠকে ঠকে চিনতে, হয় আজীবন
কত মন মনেই চলে যুদ্ধ

এখনো ভুল করি আহামরি স্বপ্নে
ব‍্যর্থ যাতনায় করি ভুল
ক্ষমার প্রশ্নে দেখি সে খুব বেইমান
সব চুরি গেছে বন ফুল!

পুড়ে পুড়ে শিখেছি আমি যতটুকু
কাজে লাগে তা তত কী?
নগদই পেয়ে গেলাম দুঃখ বেদনা
শুধু সুখটুকু থাকলো বাকী!

মন্তব্য করুন