পাঠশালার ক্ষুদে কবিরা
রাজপথে নেমে এল দলে দলে।
একটি সড়ক দুর্ঘটনা
দুটি শিশুমৃত্যু; প্রশ্নবিদ্ধ একফালি ক্র্রুর হাসি
এবং মুখরিত একটি শ্লোগান
”নিরাপদ সড়ক চাই”।
গত সাতচল্লিশ বছরেও যে রাষ্ট্রযন্ত্র
একটি বারের জন্যও দেখাতে পারেনি
সুষ্ঠূ যোগাযোগ ব্যবস্থার কোন নন্দিত ছবি।
মাত্র কয়েক ঘন্টায় তা দেখিয়ে দিল
যান চলাচলে নয়নাভিরাম ঢাকার রাজপথ
গুটিকতক পাঠশালার ক্ষুদে কবি।
ক্ষুদে কবিরা ঘোষণা দিল
তুলির আঁচড়ে রাজপথে
আঁকা হবে একটি শ্লোগান
”নিরাপদ সড়ক চাই”।
কিন্তু কী আশ্চর্য্!
ক্ষুদে কবিরা তাদের
শিশুতোষ মেধার চিত্রপটে,
অনুপম সব শব্দ সম্ভারে,
অসাধারন সব শব্দ চয়নে
রাজপথে এঁকে দিল
ঐতিহাসিক এক শ্লোগান।
”তুমি যদি ভয় পাও
তবে তুমি শেষ,
তুমি যদি রুখে দাঁড়াও
তবে তুমিই বাংলাদেশ”।
কবিতা ককটেল। প্রথম এই সাইটটি দেখলাম। নুতন লেখিয়েদের একটা প্লাটফর্ম। আশা করি সাইটটি সমৃদ্ধ হবে এবং এর মাধ্যমে নুতন নুতন প্রতিভা বিকশিত হবে।