শোন তবে
শুনেছি কিছু জোনাকির নাকি-
আজও পথ চলা বাকি,
যারা হেরে ছিল আঁধারের কাছে।
আমিও হেরেছি খুঁজে
আঁধারেতে মুখ বুজে,
চোখে যার ছোপ লেগে আছে।
অজস্র মুখোশের ভীড়ে
আজ হারিয়েছে হীরে
মন বলে পাবি খুঁজে ওঠ।
তাকে দেবো না হারাতে
জানি পেয়ে যাবো পথে
এই ভেবে কেঁপে ওঠে ঠোঁট।
বে-লাগাম মন মুখোশেই ঝোঁকে
রোজ রাতে অভিনয় নেমে আসে বুকে
বর্তাবো কাকে, কে নেবে তার দায়।
চেনা সুর তুমি এভাবেই বাজো
বিষাক্ত বিষ লেগে আছে আজও
অশান্ত বালিশের গায়ে।