অনেক দিন তুমি আর কথা বলনি,
আমি জবাব গুছিয়ে গুছিয়ে,
কাপড়ের তাকের মতো রাখি।
আমি লজ্জায় আর জবাবের মুখে,
রাখিতে পারিনা চোখ।
আমার জবাব জেনে গেছে,
তুমি ছাড়া আমার আমরন শোক।
অনেক দিন তুমি আর কথা বলনি,
আমি জবাব গুছিয়ে গুছিয়ে,
কাপড়ের তাকের মতো রাখি।
আমি লজ্জায় আর জবাবের মুখে,
রাখিতে পারিনা চোখ।
আমার জবাব জেনে গেছে,
তুমি ছাড়া আমার আমরন শোক।
অনেক সুন্দর অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন ভাই।