শৈশবের ঐ স্কুল জীবন
সুন্দর ছিলো বেশ,
হাসি খুশি দুষ্টুমিতে
সময় হতো শেষ।
ক্লাসের পড়া না পারিলে
মনে মারের ভয়,
দৈনিক পড়া পেড়ে আবার
ভয় করেছি জয়।
মাঝে মধ্যে ক্লাসে ফাঁকি
নতুন কিছু নয়,
নিত্য দিনে এমন করলে
শিক্ষার হতো ক্ষয়।
দস্যিপনায় ছিলাম পটু
তাই বলে কি ভাই,
পরের গাছের ফল চুরিতে
এমন স্মৃতি নাই।
খিদের জ্বালা লাগলে পেটে
বাড়ির দিকে যাই,
উপস্থিতি কর্তন হতো
পালায় গেছি তাই।
লেখার তারিখ:- ১৩/১১/২০২৩ খ্রিস্টাব্দ