Skip to content

শেষের কবিতা – অথই মিষ্টি

ওহে,
তুমি মোর কলসের জল নহে
তাই তো পারিনে, যত্রতত্র করিতে তোমারে দর্শন ।
তুচ্ছ নিজে, তোমায় মানি যে মহাজন ।

শেষের কবিতায়,
কেনো তবে আশানুরুপ
তুমি কি ফিরবে এ মোর কলিজায়?
ওহে, তুমি মোর মহা সমুদ্রের তলহীন জল
তবে নাহ্, তোমাতে আমি দেবনা সাঁতার
হাতরায়ে এ বাহুবল ।

ওহে, কেবল তোমার থেকে একটু দূরে
শত ধৈর্য্য নিয়ে অবস্থান করে
দর্শনিবো তোমারে প্রান ভরে ।
নিরলস তাকিয়ে সারাটা জীবন ধরে ।

লিখবো তোমায় শেষের কবিতায়
তবুও তোমাতেই করিবো আরাম্ভ
এ মোর প্রান চায় ।

রবীন্দ্রনাথের শেষের কবিতায় জানি হয়নি তোমার ঠাঁই
এমোর শেষের কবিতায়
ওহে,
তাই তোমাকেই প্রাধান্য দিতে চাই ।

1 thought on “শেষের কবিতা – অথই মিষ্টি”

মন্তব্য করুন