Skip to content

শেষ প্রেম – শিপুল বাছাড়

এই ভাবি মরে যাবো,
মরে গিয়ে বেঁচে উঠি
অপ্রাপ্তির প্রত্যাশায়,
হরিণীর ঝাঁক হেঁটে হেঁটে
আজ ও হৃদয় নাচায়।

তবুও
বাঘ হয়ে করবো না শিকার!
ভালোবেসে
হৃদয় করবো অধিকার।
হরিণী নারীর হৃদয়ে
শেষ প্রেম
রেখে যেতে চাই,
প্রকৃত প্রেমিকের মতো।।

২৬/১১/২০২২.

1 thought on “শেষ প্রেম – শিপুল বাছাড়”

মন্তব্য করুন