খেজুর গাছে ঝুলছে হাঁড়ি
গাছি ছুটছে পারতে তারি
সকাল সাজে রোজ,
শীতের আমেজ হচ্ছে শুরু
শিশির ভেজা মাঠে তরু
স্নিগ্ধতারই খোঁজ।
ঊষার আগে জাগছে পাখি
কিচিরমিচির শব্দে ডাকি
জানান দিচ্ছে ভোর,
প্রাতঃ ভ্রমণ করতে হবে
ডায়বেটিসটা নিয়ন্ত্রণে
করতে হবে দৌড়।
কৃষক বাড়ি নতুন ধানে
স্বপ্ন দেখায় আঁটির বানে
ধান মাড়াইয়ের ধুম,
সকাল-সন্ধ্যা কাজের চাপে
ধানের প্রসেস হচ্ছে ধাপে
হারাম সবার ঘুম।
নতুন ধানের গুঁড়ি করে
পিঠা হচ্ছে উনুন পারে
সকাল-সন্ধ্যা রোজ,
গরম চিতই ভাপা পিঠা
মুখে লাগে জবর মিঠা
হালকা খিদের ভোজ।
লেখার তারিখ:- ০৯/১১/২০২৩ খ্রিস্টাব্দ