Skip to content

শীতলপাটি-Rittwicka

একটা ছেলের সঙ্গে আমার ভাব ।
সেই ছেলেটার সাথেই যত আড়ি ।
চোখ দুটি তার তুলির টানে আঁকা
আমার বুকের বাঁ পাশে তার বাড়ি ।
বৃষ্টিবিহীন বৈশাখী প্রহরে
দুই চোখে তার শান্ত শীতলপাটি ।
প্রহর যত প্রমাদ গুণেই কাটে
তার চোখের ভাষায় কাব্য পরিপাটি ।।

মন্তব্য করুন