Skip to content

শিল্পীতে আঁকা – জেসমিন জাহান নিপা

এক ফালি রূপালী চাঁদ বাঁকা
এ যেন শিল্পীতে আঁকা
তোমার ঐ অপূর্ব হাসির ধরন
প্রনাম করছি গো ছুঁয়ে চরন।।

একই সাথে আমরন থাকতে দিও।
যদি ভুল হয়ে যায় শুধরে নিও
তোমরি বিরহে তাকিয়ে দেখ আজ
এখন ও আছে নব বধূর সাজ।।

যেদিন এলাম তোমার ঘর
সেদিন থেকে বাবার বাড়ি হলো পর
কে আছে তোমার মতো এমন সুজন
সুখে দুখে একি সাথে রয়েছি দুজন।।

চাই গো তোমায় জীবনের শেষ বেলাতে
তুমি হীন পারি না হিসেব মেলাতে
প্রয়োজনে জীবন যুদ্ধ করব
ডাক এলে এক সাথেই মরব।।

এখনো দেনা আছি অজস্র ঋন
শোধানো যাবে না কোনদিন
স্বর্গ জানি তোমার চরন তলে
কোরআন হাদিসে এ কথাই বলে।।

যেও না ছেড়ে কোন অচীন দেশে
না পাওয়া যন্ত্রণায় পুড়ে মরব শেষে
তুমি ছাড়া যুগ যেন একটি রাত
যেখানেই যাবে নিয়ে যেও আমায় সাথ।।

আপনের চেয়ে বড় আপন তুমি
বুঝে নিলাম এখানেই আবাস ভূমি
ছোট্ট বেলায় হারালাম পিতা
প্রনয়ের তিন মাস পর মাতা।।

বিরহ ব‍্যথা নিয়ে শুরু করি কাব‍্য লেখা
ভেবেছিলাম যদি পাই কোন কবির দেখা
কবিতা প্রাচার হলো মাত্র কিছুদিন আগে
তোমায় ঘিরে নতুন নতুন স্বপ্ন জাগে।।

মন্তব্য করুন