Skip to content

শহিদ আবু সাইদ ও মুগ্ধ – মোঃ ইব্রাহিম হোসেন

শহিদ আবু সাইদ ও মুগ্ধ
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
রচনাঃ ২৩-১১-২০২৪ ইং

আবু সাইদ মুগ্ধ নাকি হয়নি শহিদ ওরে!
হয়নি নাকি রক্তক্ষরণ বুলেট বোমার ঝড়ে?
তাই তো আমি প্রশ্ন তুলি
বলছে যারা এমন বুলি,
জন্ম কেমন তাদের ভবে কোন্ মা-বাবার ঘরে?

এমন কথা বলতে কি হায় কেউ কখনো পারে?
একটু যদি বিবেক থাকে বিবেকবানের ধারে,
বিবেকহীনের মানুষ ওরা
শয়তানেরই চামচা ঘোড়া,
জ্ঞান-বিবেকের বুদ্ধি ঘাতক গলা টিপে মারে।

শত্রু দশের শত্রু দেশের মানবতার অভাব,
মিথ্যাচারী সর্বগ্রাসী চালচলনে নবাব,
নৈতিকতা নাইকো যাদের
বাংলা ছাড়া কর না তাদের,
কয়লা থেকে যায় না ময়লা দূর হবে না স্বভাব।

মন্তব্য করুন