Skip to content

লেখাপড়া ভাল্লাগেনা – সনথ রায়

লেখাপড়া ভাল্লাগেনা
বিয়ে হলেই বাচি ।
কখন যে বয়স হবে
সেই আশাতেই আছি ।

সকাল‚ বিকাল‚ দুপুরে সদাই
বকাঝকা খাই ।
আপনিই বলেন মিঞা
শান্তি কোথায় পাই ।

মা শুধু অত্যাচার করেন
বলেন পড়তে বস ।
পড়তে আমার ভাল্লাগেনা
থাকেনা কোনো হুস ।

সকাল সকাল স্নান করে
ঠাণ্ডা ভাত খাওয়া ।
ভাল্লাগেনা হেঁটে হেঁটে স্কুলে
এতোদূর যাওয়া ।

স্কুল থেকে বাড়ি ফিরে
মাথা ঝিম ঝিম করে ।
কি রে ? টিউশন যাবিনা ?
তুই যা ! আমি আজ যাবো নারে ।

লেখাপড়া এত কষ্ট
বিয়ে হলেই বাচি ।
কখন যে বয়স হবে
সেই আশাতেই আছি ।

মন্তব্য করুন