Skip to content

লজ্জা – প্রশান্ত শঙ্কর

লজ্জা (১)
  ভিড়ের মধ্যে একা একা লাগে,
লজ্জা লজ্জা কেমন যেন সব।
যারা জানেন দাগ মেলাতে দাগে,
তারাই আসল  বাঁচার কুশীলব।

               লজ্জা (২)
    দুই যুগ পরে তুই আর সেই আমি
    উদ্ধত টিলা এখন উপত্যকা,
    চালশে চোখেও এত লজ্জা থাকে!
    এবার নাহয় একটিবার তাকা।

1 thought on “লজ্জা – প্রশান্ত শঙ্কর”

মন্তব্য করুন