Skip to content

রাসুল আমার প্রাণ – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

রাসুল আমার প্রাণ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৬-২০২৪ ইং

আমার দু’টি নয়ন মণি
স্বর্ণদানা হীরার খনি
আমার জানের জান,
দ্বীনের নবী রাসুল তুমি
তোমার চরণ যুগল চুমি
বেঁচে থাকার প্রাণ।

এতিম আমি টাকা তো নাই
দূর মদিনায় কেমনে যাই
তোমার দেখা চাই,
কেমন করে পাবো দেখা
নিরালাতে কাঁদি একা
কোথায় গেলে পাই?

স্বপ্নে দিও দেখা মোরে
চুপিচুপি ঘুমের ঘোরে
চাই না কিছু আর,
কাল-হাশরের কঠিন দিনে
নাই কেহ আর তুমি বিনে
করিও পারা’পার ।

তোমার নামে দরূদ পড়ি
পাঁচ নামাজে স্মরণ করি
ঝরাই চোখের জল,
ডরাই নাকো মরণ এলেও
তোমার নামে এ প্রাণ গেলেও
তুমিই বাহু’বল।

মন্তব্য করুন