Skip to content

রসপুণ্য-শুভশ্রী রায়

ঠাকুর রামকৃষ্ণদেব, কৃপা করে আমায় রাখবেন একটু রসেবশে
জীবন নিংড়ে নিতে চায় সব মধু, শেখাতে চায় কঠোরতা কষে
এত কষ্টের মধ্যেও খানিক হাসি, আনন্দ ছাড়া দিন যেন না কাটে
একটু আনন্দস্থান দেবেন আমায় জগৎব্যাপী রসের বিরাট হাটে
দুঃখ সেজে ডাকাত এলেও মৌ-ভান্ডার যেন কভু না হয় মধুশূন্য
সংগ্রাম, উপাসনা সব চলুক কিন্তু প্রভু, রসের চর্চাও তো পুণ্য!

মন্তব্য করুন