Skip to content

রবিবার – প্রশান্ত শঙ্কর

রবিবার মানে ফ্ল্যাশব্যাক সংলাপ
  শ্রীরাধিকার মানভঞ্জনে কানু  ।
  রবিবার  মানে ক্লান্ত কফির কাপ 
  যমুনার জল হয়ে যাক নতজানু ।
   
তবু রবিবার ,অনেক কথাই জানে
  বলতে নেই পুরনো সব অতীত ।
  তমাল তরুর পাতা ঝরানো গানে
  যমুনার জলে ফিরে আসে সম্বিত ।

  রবিবার মানে অনিয়মের দিন ,
   যাক ভেসে যত নিয়মের খড়কুটো ।
   যমুনার কাছে  শ্রীরাধার যত ঋণ ,
   জল ছবিতে থাকুক  উচ্চারিত ।
  —:—

মন্তব্য করুন