কিছু সদ্যজাত কন্যা শিশু
আজ আগুনে ঝাঁপ দিয়েছে,
অন্য কোন এক গ্রহ নাকি
থাকতে তাদের হাঁক পেরেছে।
সেখানে নাকি শান্তি আছে
শিক্ষা নাকি সমান সবার,
ভ্রূণ হত্যার বালাইও নেই
স্বস্তি আছে মেয়ে হবার।
নতুন করে লিখবেন কেউ
ধর্ষণ বা শ্লীলতাহানি,
জাত পাত বা ধর্ম নিয়ে
খেলবেন না কেউ প্রেম কাহিনী।
ভালো হবে সত্যি যদি
এমন গ্রহ দিতে পারি,
যেখানে ঝাঁপ দেবে না সদ্যজাত,
আর বাপ হবে না হত্যাকারী।