Skip to content

রক্তের বৃষ্টি – মোঃ রুহুল আমিন

বর্ণ মালার অক্ষরগুলো
পাইনি মোরা মক্ত,
ভাষার জন্যে রাজ পথেতে
ঢেলেছি যে রক্ত।

সেই দিনের ঐ রক্তের বৃষ্টি
গড়িয়ে যায় অঙ্গে.
ভাষার জন্যে রুধিরধারা
বহে মোদের বঙ্গে।

রক্তিম বর্ণের বর্ণ মালা
তাজা রক্তে কেনা,
বাংলা ভাষা পাইনি মোরা
শহিদ রক্ত বেনা।

আবেশ মাখা বাংলা ভাষা
মায়ের ভাষা বুঝি,
বাংলা ভাষা বিশ্বের মাঝে
বিশ্ব মোরা খুঁজি।

বাংলা ভাষা মোদের কাছে
হীরার চেয়ে দামি,
এই ভাষাতে বিশ্ব চিনবে
হবো মোরা নামি।

বাংলা ভাষা প্রাণের ভাষা
হাজার কাব্য গাঁথি,
রক্তের দামে পেলাম ভাষা
আমরা সেরা জাতি।

মন্তব্য করুন