সব দ্রাঘিমা পেরিয়ে সীমা,
রঙ ছুঁয়েছে তোমার গালে ।
পলাশ শিমুল
ভিজছে তুমুল
সেই কিশোরী অন্তরালে ।
আমি কানাই
ষোল আনাই
সুযোগ খুঁজি ক্রমে ক্রমে
এই পিচকারি
কি বিচ্ছিরি
আগুন ধরায় ক্রোমোজমে ।
—:—
সব দ্রাঘিমা পেরিয়ে সীমা,
রঙ ছুঁয়েছে তোমার গালে ।
পলাশ শিমুল
ভিজছে তুমুল
সেই কিশোরী অন্তরালে ।
আমি কানাই
ষোল আনাই
সুযোগ খুঁজি ক্রমে ক্রমে
এই পিচকারি
কি বিচ্ছিরি
আগুন ধরায় ক্রোমোজমে ।
—:—