সুন্নি মুসলিম ভোটের মাঠে
মার্কা’টা মোমবাতি,
প্রতীক দেখে ভোটটা দিতে
এসো মুসলিম জাতি।
সুন্নি প্রেমিক উঠবে জেগে
বাতির মার্কা নিয়ে,
বেজায় হাসি হাসবে সেদিন
ভোটটা তবে দিয়ে।
সুন্নির মাঝে সুন্নত অটল
পাবে দেখো খুঁজে,
সঠিক মার্কা যাচাই করে
ভোটটা দিবে বুঝে।
এসো মুসলিম চলার পথে
সুন্নত আঁকড়ে ধরি,
নবীর সুন্নত প্রভুর বিধান
দিয়ে জীবন গড়ি।
কোরান হাদিস মেনে চলে
ওরা মুসলিম জাতি,
রোজ হাশরে সুন্নি মুসলিম
হবেন নবীর সাথি।
সুন্নতের ওই মুসলিমগণে
নেকআমলে ভরে,
দ্বীন কায়েমে চলছে যারা
নবীর পথটি ধরে।