মেয়েটি চেয়েছিল ফুল হয়ে ফুটতে
কারো হৃদয়ে সুখের স্পন্দন হতে।
মেয়েটি চেয়েছিল পাখি হতে
কারো হৃদয়ে বাসা বাঁধতে।
মেয়েটি চেয়েছিল প্রপাত হতে
কোনো পুরুষের স্পর্শ পেতে।
মেয়েটি চেয়েছিল চাঁদ হতে
ছাদে একসাথে গল্প করতে।
মেয়েটি চেয়েছিল তারা হতে
কারো হৃদয়ে বাসর প্রদীপ হয়ে জ্বলতে ।
মেয়েটি চেয়েছিল সুরের রাগিনী হতে
গোঠের রাখালের বাঁশিতে বাজতে ।
মেয়েটি চেয়েছিল লেখাপড়া শিখতে
পারেনি, বাবা মাকে দেখেছিল কাঁদতে।
মেয়েটির স্বপ্ন স্বপ্নে থেকে গেছে
মেয়েটি ধর্ষিতা হয়েছিল বর্ষা রাতে
বলেছিল অশ্রুচোখে জবানবন্দিতে।
আজো রায় বের হয়নি আদালত।
০৭.০৫.২০২৩.