Skip to content

মেঘলা পোষাকী-শুভশ্রী রায়

আমার একটা মেঘরঙা শাড়ি সাধ করে চাই!
কোন জাদু থেকে আমি তেমন মেঘশাড়ি পাই?
মেঘের কথাই মনে এসে যাবে দেখলে শাড়িটা
মনে হয় যাব মেঘেদের দেশে, টানা সে পাড়িটা!
আরো চাই বৃষ্টি মাখানো একটা নরম পোষাক
বরষা আমাকে সেই বিপণীর ঠিকানা পাঠাক।
গায়েতে থাকুক মেঘলা কামিজ, মেঘের ওড়না
তারপরে মন বৃষ্টি হয়েই রিমঝিম করে ঝর না!

মন্তব্য করুন