Skip to content

“মৃত্যু পরে কবর”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

যতই করো বাড়ি গাড়ি
রাখো কি? ভাই খবর,
নিত্য তোমায় ডাকছে যে ঘর
আসল বাড়ি কবর।

সময় যখন হবে তোমার
এই ধরনী ছাড়তে,
টাকা কড়ি সবই রবে
নিতে নাহি পারতে।

চিন্তা করো ঠান্ডা মাথায়
প্রতিবেশীর তরে,
জমি নিয়ে বিরোধ রেখে
শান্তি পাবে মরে?

মরার পরে পাবে তুমি
সাড়ে তিন হাত জমি,
আমল দিয়ে বানিয়ে নাও
সুখের আবাস ভূমি।

বুদ্ধিমানে মস্ত চালাক
মাথায় চিকন বুদ্ধি,
ভালো মন্দ বোঝার পরেও
হয়না আত্মা শুদ্ধি।

লেখার তারিখ:- ২২/১০/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন