ইচ্ছে করে অনেক দূরে
পথ হারিয়ে যাবো,
হিংসা-বিদ্বেষ মুক্ত ধরার
খোঁজে বাহির হবো।
সেই ধরাতে থাকবে নাকো
দ্বন্দ্ব-কলহ-বিবাদ,
শান্তি সুখের দিশা পাবে
করবে সুখের আবাদ।
সবাই সবার প্রয়োজনে
সাম্য নিয়ে চলবে,
অহং দ্বন্দ্ব ঝেড়ে ফেলে
সত্য কথা বলবে।
ন্যায়ের নীতি গ্রহণ করে
বিচার কার্য গড়বে,
কারও প্রতি বিন্দু মাত্র
জুলুম নাহি করবে।
অন্ন;বস্ত্র;বাসস্থানের
থাকবে নাকো অভাব,
চিন্তা ভাবনা মুক্ত জীবন
পাল্টে দিবে স্বভাব।
লেখার তারিখ:- ২৯/০৯/২০২৩ খ্রিস্টাব্দ