Skip to content

“মায়ের মমতা”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

নীল গগনে মেঘ ধরেছে
নামবে বোধহয় বৃষ্টি,
দূর মাঠেতে গরুছাগল
আনতে গেছে দৃষ্টি।

ছাতা ছাড়াই গেছে মেয়ে
এখন কি যে হবে!
বৃষ্টি জোরে নামলে পড়ে
ভিজেই আসবে তবে?

মায়ের মনে চিন্তা করে
ফিরে আসে কখন,
গত বারে বৃষ্টি ভিজে
জ্বর করছিলো তখন।

আকাশ জুড়ে মেঘের গর্জন
ভয়ে ধরায় কাঁপন,
ধরার মাঝে মেয়েই আমার
মমতার ধন্ আপন।

ভালোয় ভালোয় আসুক ফিরে
আচ্ছা দিবো বকে,
লক্ষীটিরই কিছু হলে
মরেই যাবো শোকে।

লেখার তারিখ:- ১৭/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন