Skip to content

মাথাও নেই তাই ব্যথাও নেই – MaDDy

আমরা ‘চে গুয়েভারার’ টি শার্ট পরি,
‘নেতাজি’ কে সাইডে রেখে!!
বদলাতে আর পারছি কোথায়,
জন্ম থেকেই শিখছি দেখে।

বিদেশী যত মতবাদকে
জানছি, পড়ছি, শিখছি হেবি,
তবু মতবাদের দাম পায়না
হতভাগা এই দেশের কবি।

রেভোলুশন আনতে হবে
সবাই জানে, সবাই বলে!
মুখ বুজে সব সইছে পিষছে-
মূল্য বৃদ্ধির যাঁতাকলে।

বেড়াল আছে ঘন্টাও আছে,
কিন্তু বাঁধার লোকের অভাব বড়!
বিনোদনেই ব্যস্ত জীবন,
মাথা ব্যথাও নেইকো কারো।

মন্তব্য করুন