Skip to content

মহিমায় মহিমান্বিত – অথই মিষ্টি

সৃষ্টিকর্তা ভাগ্যে যা রেখেছেন তাই হবে জীবনে একথা সত্য
‎আবার এ ও সত্য যে প্রাণপণে যদি দোয়ার মতো দোয়া করা যায়
‎ভাগ্যের লেখাও পরিবর্তন হয় না পাওয়ার জিনিসও পাওয়া যায়
‎হুম এ যে সত্য তুমি মানো আর না মানো এটাই লিখিত এটাই কথ্য

‎হ্যাঁ মহান তিনি মহিমায় মহামানিত্ব সে মহান সৃষ্টিকর্তা
‎যাহার বিনা হুকুমে পড়েনা এক ফোঁটা বৃষ্টি নড়েনা গাছের পাতা

মন্তব্য করুন