Skip to content

ময়না আমার ময়না — নজরুল ইসলাম খান

ময়না আমার ময়না
—————————-
——নজরুল ইসলাম খান

ময়না আমার ময়না,
কথা কেন কয় না ?
গলায় দিয়ে সাতনরি হার ,
চুপটি করে রয় না।

হাত বাড়ালে দুনিয়া মেলে,
মন বাড়ালে কী ?
পা বাড়ালে তালে তালে
নাচে ময়নার ঝি।

ময়না ওরে সোনার ময়না,
মান করিস না।
যখন তখন ইচ্ছে মতন
বায়না ধরিস না ।

১৫/০৯/২০২২
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন