মন বাগানের পাখি
মাহমুদুল মান্নান তারিফ
০৯ জুলাই ২০২১
মন বাগানের পাখিরে তুই মন বাগানের পাখি,
তুই আমাকে ভালোবেসে দিলে কেনো ফাঁকি।
আমার মনের গভীর কোণে ছিল তোরই বাসা,
আমি যবে বলতাম কথা বুঝতে আমার ভাষা।
অনেক আদর করছি তোরে তারপরেও গেলি,
বুকে কত্ত শান্তি পেতাম তোর সাথে খুব খেলি।
তোকে ছাড়া ভাল্লাগেনা কেমনে সুখে থাকি,
আয়রে বন্ধু আবার ফিরে আয়রে ডাকি ডাকি।
থালা ভরা দুধকলা ভাত রাখছে আমার খোকা,
তোকে শুধু তা-ই দেবো আর দেবো না পোকা।
শূন্য খাঁচা রইছে পড়েই দেখলে ব্যথা বাড়ে,
দেখলে খাঁচা বাড়ে আমার ব্যথা হাড়েহাড়ে।
মনের পাখি কই গেলিরে পাইনা খোঁজে তোরে,
প্রাণের পাখি আয়রে ফিরে আয় ধরা দে দোরে।
এতোদিনের স্নেহ-মায়া ত্যাগ করেছিস তুই,
তোকে দেবে পিঠেপুলি রাখছে ফ্রিজে জুঁই।
স্বচ্ছজলে গোসল দেবে সাবান দিয়ে ভালো,
এলে ফিরে জ্বলবে ধীরে খুকির ঘরে আলো।