Skip to content

মন খারাপের চিঠি

আজ আমার মন ভালো নেই
ঘরে বন্দী রেখেছি নিজেকে আজ
সমস্ত বাতি নিভিয়ে দিয়েছি
অন্ধকারে একলা থাকবো বলে,

বালিশের নিচ থেকে বার করেছি তোমার ছবি
দুহাতে চেপে ধরেছি বুকে
ব্যাকুলতা সারা শরীর জুড়ে
তোমার ছোঁয়া ঠোঁটে কুয়াশা ভেজা রোদ্দুরে
কানের পাশে ফিসফিসানি তোমার কন্ঠস্বর
চোখের সামনে সাজানো বহু প্রতীক্ষিত বাসর।

রাঙানো সিঁথি লাল সিঁদুরে
পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ কপাল জুড়ে
টুকটুকে লাল বেনারসি পরনে তোমার
যেনো ভোরের একফালি সুর্য কিরণ
চোখের কোনে কাজল কালো
শ্রাবণ মেঘের আস্তরণ,

তোমার ছবিতেই হারিয়েছি আমি
ভুলেছি সারাদিনের সকল কাজ
আজ আমার মন ভালো নেই
ঘরে বন্দী রেখেছি নিজেকে আজ।।
****

মন্তব্য করুন