দেশটা তবে উঠালো কেঁপে
ভূমিকম্পের ফলে,
গাছ-গাছালি দালানকোঠা
পড়লো সবে ঢলে।
ভূমিকম্পে দালানকোঠা
খেলো যখন নাড়া,
কাঁপতে কাঁপতে সবাই যেন
ঘরবাড়ি’টা ছাড়া।
মাটি কেঁপে উঠলো যখন
দেশটা গেলো নড়ে,
নাড়ার সাথে পাথর ঢালাই
রাস্তা ফাটল ধরে।
সজাগ ছিল তখন যারা
রাস্তায় নেমে এলো,
ভয়ে কাঁপছে বলছে মুখে
মরণ বুঝি হলো।
কষ্টেই গড়া ঘরবাড়ি সব
যাচ্ছে দেখে ধসে,
হাতটা তখন মাথায় দিয়ে
কাঁদে রাস্তায় বসে।
কতো মানুষ সেই সময়ে
ঘুমের ঘোরে ছিল,
আসবাবপত্র মাথায় পড়ে
জীবন কেড়ে নিলো।