Skip to content

ভালোবাসার নাম রেখেছি

ভালোবাসার নাম রেখেছি একলা গোলাপ।
কাঁটা নিয়েই জন্মেছে সে। জীবন শীতে প্রথম আলাপ।
কান্নাভেজা গন্ধ নিয়ে ফুটলো বাগান আলো করে।
পাশে বসে যেই ছুঁয়েছি , বললে এবার যাবো ঝরে।

ভালোবাসার নাম রেখেছি হলুদ পাখি।
জানালা খোলা; জারুল গাছে বসে, অনেক ডাকাডাকি।
গান শুনিয়ে, মন ভরিয়ে, নাচানাচি গাছের ডালে।
যেই গিয়েছি দেখতে পাখি , লুকিয়ে গেলো অন্তরালে।

ভালোবাসার নাম রেখেছি বাউল মেয়ে।
একতারাটি বুকের কাছে ধরে, বাজিয়েছিল গুনগুনিয়ে।
খাঁচার ভিতর অচিন পাখির যাওয়া আসা, অনুভবে ।
যেই বলেছি, আমিই সে কি ? সে কি হাসি শঙ্খরবে !

ভালোবাসার নাম রেখেছি ঝরা পাতা।
শীত নামতেই পর্ণমোচন , এটাই না কি অভিজ্ঞতা।
হঠাৎ হাওয়ায় ছিটকে পড়া মায়ার বাঁধন ছেড়ে।
ছিল নাকি বাঁধন কোনো ? কিসের মায়া? কে নিয়েছে কেড়ে ?

মন্তব্য করুন