Skip to content

ভালোবাসার গোলাম – ইন্দ্র চন্দ্র নীল

মনের কথা রইলো মনের
গোপন সেই ঘরে,,,,
দেখা হলে বলবো তবে
যদি আপন ভাবো মোরে,,,

পথ দেখিয়ে পা,বাড়িয়ে
পিছু হাটবে নাতো?
ভয় হয় খুব মন নিয়ে
আবার খেলবে নাতো?

যদি আমার সব ভাবনায় জল ঢেলে
এ মনের আগুন করো ছাই,,
হ্যা তবেই তুমি আমায় পাবে,,,,
তবেই তোমায় চাই,,,

এ মন তখন তোমায় দেবো,,,
অষ্ট প্রহর সংগে রবো,,,
তোমার ডাকের গোলাম হবো,,
অনেক ভালোবাসা দেবো,,,

মরন যখন এসে আমায়
ডাকবে তার ঘরে,,,
যেতেই হবে তোমায় ছেড়ে
এই জনমের তরে,,,

মন্তব্য করুন