Skip to content

ভালোবাসা:-(চন্দ্রিমা গুপ্ত)

মধুমিতার ঘুম ভাঙ্গে রোজ ওর পোষ‍্য তোতা মিতুর কথায়,”ভালোবাসি ভালোবাস”তোতাটা ভালোবাস কথাটা একটু জোর দিয়ে বলে,ব‍্যস মধুমিতা উঠে পড়ে কারণ মিতুকে খেতে দিতে হবে; মধুমিতা আজ বেরোয় নি সারাদিন ধরে মিতুকে শিখিয়েছে ইংরেজিতে I love you কিন্তু মিতু love love বলে চলেছে, মধুমিতা হেসে ফেলল মিতু বেশ জেদি যা শেখানো হবে তা শিখবে না নিজের মতো বলবে! মধুমিতা মিতুকে শেখাতে চেয়েছিল প্লিস রাগ করো না মিতু হঠাৎ বলে উঠল,” প্লিস লাভ” মধুমিতা এবার খুব খুশী মিতু অন্তত প্লিসটা তো বলল, মিতুকে খাঁচা থেকে বের করে আদরে আদরে ভরিয়ে তুলল মধুমিতা,মিতুও ঠোঁট ঘষে দিল মধুমিতার ঠোঁটে, মধুমিতা আর মিতু দুজনে দুজনের।

মন্তব্য করুন