Skip to content

ভারতবর্ষ – করুণাকর প্রধান

ভারতবর্ষ আমাদের গর্বিত জন্মভূমি
এ দেশ একদা ছিল ধনরত্ন জ্ঞান তপস্যার ভূমি
আধ্যাত্মবাদ শিক্ষা সংস্কৃতিতে ভারত
বিশ্বের মাঝে মহান শ্রেষ্ঠ আসন পেত
বিশ্ব হতে নানা জাতি নানা ভাষার ধারা
ভারত মিলন স্রোতে হয়েছে হারা
সম্পদের আকর্ষনে দলে দলে আসে করে লুণ্ঠন
নির্বিবাদে চলে হত্যালীলা, ছিঁড়লো মায়ের বসন
জাহাজ ভরে ধনরত্ন নিয়ে গেল তারা
ভারতের সাথে একাত্ম হল রইল যারা
এল আর্য, এল অনার্য, এল দ্রাবিড় চীন
এল পাঠান মোঘল ভারতে হলো বিলীন
অভিযানে এসে লুটে নিল শেষে মুহাম্মদ বিন কাসিম
তুরস্ক থেকে এল মাহমুদ গজনী এবং কুতুবউদ্দিন
মুঘলরা এসে সিংহাসনে বসে পদানত করে দেশ
ইংরাজরা এল ধনরত্ন লুটে ভারতকে করে নিঃশেষ
পরাধীতার শৃঙ্খলেই বন্ধন, অত্যাচারে করেছে ক্রন্দন
স্বাধীনতার তরে যারা গেল সবে মরে
স্বাধীনতার পরে যারা স্বার্থপর ছিল ঘরে
লুটিয়ে দিল পথে ভারতের সম্মান
তারাই বর্তমান হয়ে গেছে মহান
আজ এসো এসো যুব ছাত্রদল
ভারত মায়ের মুছাও অস্রুজল।।

মন্তব্য করুন