আকাশ পড়েছে নীল রঙের,
বোতাম ছেঁড়া জামা।
জামার মধ্যে মেঘের বোতাম,
ঢিল ছুড়ে বৃষ্টি নামা।
দুদিন ধরে খেলা করে মেঘ,
ছেঁড়া বোতাম ছুড়ে।
মাঝে মধ্যে রেগেমেগে যায়,
গর্জন শুরু করে।
ভোরের ছবিতে সুনীল আকাশ
দিনের আলো জ্বলে।
দুপুর হতেই কালো মেঘগুলো
আকাশে কালি ঢালে।
আবার ঢালে, আকাশ খোলে,
রাতের পরে দিন।
বোতাম ছেঁড়ার খেলায় মেতেছে
চলছে বিরামহীন।
ফুরায় না যে এত খেলা তাদের,
বাতাসেকে জড়িয়ে ধরে।
কেউ জানে কি, এ খেলার নিয়ম,
কেমন খেলা তাদের?
সেই খেলাতে মেতে ওঠে পৃথিবী
কচিকাচা গায় গান।
নীল আকাশের মাঝে, হাসচ্ছে সূর্য
বনানীর জাগে প্রাণ।
কবিতা পড়ুণ কবিতাকে ভালবাসুন