Skip to content

বৃষ্টির সাথে একদিন

বুনোহাঁসেরা উড়ে যায়
বৃষ্টিকে উপেক্ষা করে
মেঘেরা নিচে নেমে আসে
হাত বাড়ালে মেঘ ধরা যায়
ভীষণ ঠাণ্ডা সেই জায়গা
হেঁটে ভিজে যাওয়ার প্রবল ইচ্ছে হয়
প্রকৃতির সাথে মিশে যাওয়া
এক স্বর্গীয় অনুভূতি
জীবনের এই ছোট ছোট স্মৃতিগুলো শুধুই
মনের চিলেকোঠায় রেখে দেওয়া
হাল্কা তবে গভীর অনুভূতি ভীষণ প্রয়োজন
হৃদয়ের কথা গুলো লিখে রাখা
প্রকৃতি ভালোবাসা দিতে পারে
কখনো কখনো সে বৃষ্টি রূপে সঙ্গী হয়

মন্তব্য করুন