Skip to content

বৃষ্টি বার্তা – নুরুন্নবী খোকন

এখনো কি শ্রাবণ সাঁঝে
ডেকে আনো আমাদের সেইসব দিন
ভেজা চুলে আঁচ করো কদমের ওম
ভেতরে সরোদ ওঠে কি বেজে বৃষ্টিতে রিমঝিম

হিম সরোষ কবিতা পাঠের পর
কেঁপে ওঠা ঠোটে কফির তরঙ্গ
ছোটে কী ক্যাফটেরিয়ায়
ব্যাথাতুর ইথারে ভেসে যায়
বৃষ্টিতে বেঁকে যাওয়া নীল টিপ

এখনো কী বর্ষার মতো জলজ চোখে
বুকের নদীতে শোন বৃষ্টির গান
শোন কী! নাকী…
ভেসে গেছে বর্ষায় বন্যায়
রুপালী দিন ভরা আমাদের বছর ক-খান !

মন্তব্য করুন