বৃদ্ধ লোকের বৃদ্ধ মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৬-২০২৪ ইং
মানুষ বুড়ো হলেও নাকি
হয় না বুড়ো মন,
ক’দিন থাকে উত্তেজিত
বুড়ো লোকের তন?
বিশ আঠারো তিরিশ হলে
যেমন থাকে রূপ,
চল্লিশ পরে পঞ্চাশ গেলে
ঝলসে সে রূপ চুপ।
রূপের মতই যৌবন গলে
বুড়ো হওয়ার পর,
ষোলোর মত থাকে না আর
ইন্দ্রিয়তে ঝড়।
দাঁত পড়ে যায় কারও আবার
চামড়া গায়ের ঢিল,
নিস্তেজে রয় দেহখানা
পিঁপড়েতে দেয় কিল।
বিশ পঁচিশে এক একাধিক
পত্নী সঙ্গ চায়,
পঁয়ষট্টি ষাট গেলেরে ভাই
সঙ্গে থাকাই দায়।
মন জাগে হায় ধন জাগে না
ইচ্ছে হলেও তার,
অতীতকালের স্মৃতির ফলক
দহনে ছার’খার।
অনুভূতি আগের গুলোই
বিরাজ করে হায়!
মন তখনই পেছন পানে
ফিরে যেতে চায়।
কে বলেছে হয় না বুড়ো
বুড়ো লোকের মন,
যে বলে সে মিথ্যাবাদী
শয়তান প্রিয়’জন।
বৃদ্ধ লোকের বৃদ্ধ মনের
থাকে কি সে জোর?
থাকে না তার কাপড় গায়ে
নিদ্রাতে হয় ঘোর।