Skip to content

বীজ – শিপুল বাছাড়

প্রেরণার উৎস বীজ!
সে তুমি একটি বা দুটি দাও,
সুনিপুণভাবে আজ
করে যাবো কাজ,
রুখ্য মাটি! তবুও
ফসল ফলাবো আমি
বীজ দাও তুমি।
উর্বর, অনুর্বর ভূমি
যে সকল; বর্গী দল
করেছে দখল,
যেটুকু বাকি ভূমি
সেটুকু আমার।
এক দিন ফুলে ফলে
ভরা ক্ষেতে
আসতে যেতে
মুগ্ধ সকলে
করবে সংগ্ৰহ
একটি দুটি বীজের ফসল,
সে দিন আমার শ্রম সফল।।

1 thought on “বীজ – শিপুল বাছাড়”

  1. শিপলু ‌ বাছাড়

    কবি/লেখকের সবচেয়ে বড়ো পাওনা পাঠকের
    অকৃত্রিম ভালোবাসা। পাঠকের ভালো লাগা প্রসংশা
    একটি বা দুটি কথায় প্রকাশ করলে ও সেটুকুই
    কবি/লেখকের বড়ো পুরস্কার, নতুন সৃষ্টির উৎস বীজ পাঠকের প্রেরণা।।

মন্তব্য করুন