কোথায় তোমার অপূর্ণতা?
আমার জানা নেই।
তাচ্ছিল্য, হাসি, উপহাস অসমাদর করে;
নিষ্ঠুর দারুণ শেল অবলীলায় আগলে রেখে;
আমার আচরণের যন্ত্রণাদায়ক অযত্ন,
অনাগ্রহ, অবহেলা,
সাদরে গ্রহণ করে;
জা¦লাময় হৃদয়ের আত্মপ্রকাশে,
নিরুৎসব ভূমিকা রক্ষা করেছো।
অগাধ বিদ্রুপ উপেক্ষা করে,
পাষাণ হৃদয়ের নগন্য অভয়ের সঙ্গী হয়েছো।
তোমার কষ্টটা আমি এখন বুঝি,
সত্যিই বুঝি।
আমার এর সাথে বেশ পরিচিতি হয়েছে,
তাই কোন অভিযোগ নেই।
অন্যের পরামশে প্ররোচিত হয়ে;
অনির্বান কষ্টের কুপিতে নজর না রাখার,
নিরলস বিষাক্তভাবনা,
আমায় তিলে তিলে নিস্তেজ করে ফেলে।
এখন আমার ক্লান্তির,
টলমল আঁখিতে আঁখিপাত করবার,
যোগ্য লোকের বড়ই অভাব।
এত মানুষ চারপাশে,
তবুও আমি একা,
খুব একা।
আমার বিকৃত মস্তিষ্ক,
নিঃশব্দ রাত,
বর্তমান স্তব্ধ কষ্টগুলোর সাক্ষী।
তোমার অনিঃশেষ কর্মের যন্ত্রণায়,
আমার দেহ অচেতন হয়ে যায়;
প্রতিনিয়ত হৃৎপিণ্ড দগ্ধ হয় নির্দ্বিধায়;
প্রত্যহ বারংবার মগজের ক্রিয়া বন্ধের চেষ্টা-প্রচেষ্টাচালায়।
___
দৈনিক খবরের ডাকঘর/০৩ জুন, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6