Skip to content

বিশ্ব ভ্রমন — নজরুল ইসলাম খান

বিশ্ব ভ্রমন
————–
–নজরুল ইসলাম খান

পৃথিবীর খুব দূরে,
আকাশের বুক জুড়ে,
যেখানে চলছে সব
নক্ষত্ররা ঘুরে ।

উড়ে যেতে মন চায়,
দূর ঐ নীলিমায়,
ভেসে ভেসে হাওয়ায়
যতদূরে চোখ যায় ।

মেঘের আস্তানায়,
পরিপাটি বিছানায় ,
লাল- নীল মেঘপরী
নিরিবিলি ঘুম যায়।

যেখানে তারকাগুলি ,
আলো দেয় দ্বার খুলি,
যেতে চাই সেই খানে
পৃথিবীর মায়া ভুলি ।

যেখানেতে সূর্যটা,
বিলি করে উষ্ণতা,
সেখানে দেখতে চাই
আলোকের গুচ্ছটা ,

মনে আছে শুধু ভয়,
মা যদি না রাজি হয়,
যদি ভাবে অত দূরে
কী করে সে পাবে জয় ?

তবু ভাবি একদিন,
আসবে যে সেইদিন ,
লেখাপড়া শিখে হব
শক্তিমান-স্বাধীন ।

দ্রুত গতি যান চড়ে,
বিশ্ব ভ্রমণ করে,
ফিরব বিজয়ী বেশে
আবার মায়ের ঘরে ।

০৩/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা

1 thought on “বিশ্ব ভ্রমন — নজরুল ইসলাম খান”

মন্তব্য করুন