Skip to content

বিমুঢ় মাত্রায়- সুপ্রিয় ঘোষ

অনেক সময় কেটে গেছে,
প্রিয়জনের কোন ডাকই আর শুনতে পাইনা।
সম্পর্কগুলো, আজ সব এলোমেলো,
আন্তরিকতায় উপনিবেশিক গন্ধগুলো
যেন নাছোড়বান্দা হয়ে আছে।
এগিয়ে চলেছি, সময়ের সাথে সাথে,
এ সময় শুধু নীরবতাকেই জানে,
আর, মন জানে,
নিজের সাথে নিজেকে মেলাতে।
মেলাতে, মেলাতে,
কথারাও আজ যেন বিচ্ছিন্ন,
তাল, সুর – সব ভিন্ন ভিন্ন।
তাই আর আসেও না কোন গান,
স্বার্থের বেলাগাম টান
ছিন্ন করে কোমল সেতুটাকে ;
ভেঙে পড়ে সম্পর্ক, বর্জনের অভিঘাতে।
দেখি, মানবিক বলয়ের সহযাত্রীরা যেন
ছায়াম্লান ধূসরতায় পথভ্রষ্ট ;
সে নাটকীয়তায় – আবেগ অতীত, প্রেম নষ্ট,
অনুভব সব মৃত,
যাগযজ্ঞে, ধর্মে, কর্মে – চিত্ত অসংযত।
অথচ, আমি একাকী, ছুটেই চলেছি,
যেন দুঃস্বপ্নের ঘোরে।
@সু

মন্তব্য করুন