লোডশেডিংয়ে দিশেহারা
হায়রে জন জীবন,
হাত পাখাতে বাতাস করে
কুলোয় আর কতোক্ষণ।
কলকারখানা বন্ধ থাকে
বিদ্যুৎ সংকট বলে,
উৎপাদনে ঘাটতি নিয়ে
কেমনে মিলটি চলে।
শিক্ষালয়ে বিদ্যুৎ বিভ্রাট
বিপর্যস্ত তারা,
রুটিনের ক্লাস ফাঁকি দিয়ে
ঘুরতে মাতোয়ারা।
সেঁচের মোটর বন্ধ আছে
কৃষকের মাথায় হাত,
এমনিভাবে চলতে থাকলে
বিরানভূমি হবে মাঠ।
কর্তৃপক্ষ দৃষ্টি দিলে
জ্বলবে আশার আলো,
লোডশেডিং এর সমাধান হলে
সবার জন্য ভালো।